নওগাম বিস্ফোরণে নিহত দর্জির বাড়িতে পৌঁছালেন রবীন্দ্র রায়না ! করলেন বিরাট বড় দাবি

কে করলেন বিরাট বড় দাবি ?

author-image
Debjit Biswas
New Update
RAVINDER

নিজস্ব সংবাদদাতা : আজ নওগাম বিস্ফোরণে নিহত এক দর্জির বাড়িতে পৌঁছালেন বিজেপি নেতা রবীন্দ্র রায়না।

blast

তিনি বলেন,''নওগাম পুলিশ স্টেশনে সম্প্রতি একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে ১০টি মূল্যবান জীবন চলে গেছে এবং সারা দেশ তাঁদের আত্মত্যাগকে স্যালুট করে। বিস্ফোরণের পর নওগাম পুলিশ স্টেশনের কাছে এক ভয়াবহ দৃশ্য দেখা গিয়েছিল। আমরা শোকাহত পরিবারদের সমবেদনা জানাতে এখানে এসেছি।"