পাকিস্তানকে ভালো লাগলে সেখানেই গিয়ে থাকুন ! পিত্রোদার চরম আক্রমণ করলেন রবিশঙ্কর প্রসাদ

কি বললেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ?

author-image
Debjit Biswas
New Update
ravi shankar prasad fg.jpg

নিজস্ব সংবাদদাতা : ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান, স্যাম পিত্রোদার সাম্প্রতিক "পাকিস্তানকে আমার বাড়ির মতো মনে হয়" মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন,''যদি পিত্রোদার পাকিস্তানকে এতই ভালো লাগে, তাহলে তার উচিত সেখানেই গিয়ে আরামে থাকা।"

Sam_Pitroda_24_03_8.webp

রবিশঙ্কর প্রসাদের এই মন্তব্যটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই পিত্রোদার এই মন্তব্যের সমালোচনা করে বলছেন যে, এই ধরনের মন্তব্য দেশের প্রতি তাদের আনুগত্য নিয়ে প্রশ্ন তোলে।