BREAKING: কেন জরুরী অবস্থার জন্য ক্ষমা চায়নি কংগ্রেস ? এবার কংগ্রেসকে তোপ দাগলেন রবিশঙ্কর প্রসাদ

কি বললেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ ?

author-image
Debjit Biswas
New Update
saasasas

নিজস্ব সংবাদদাতা : এবার জরুরী অবস্থার ৫০ বছর পূর্তিতে ফের একবার কংগ্রেসকে তোপ দাগলেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন,''১৯৭৫ সালের ২৫শে জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল, আর আজ সেই ঘটনার ৫০ বছর পূর্ণ হলো। জরুরি অবস্থার সময় ১.৫ লাখ মানুষকে গ্রেফতার করা হয়েছিল। জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, লালকৃষ্ণ আদবাণী, চন্দ্রশেখরসহ বহু নেতাকে জেলে পাঠানো হয়েছিল। ২৫০ জন সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছিল। আমি কংগ্রেসকে এখনও প্রশ্ন করি,আজ পর্যন্ত তারা কেন জরুরি অবস্থার সেই দমন-পীড়নের জন্য ক্ষমা চায়নি ? আমরা জনগণের সামনে এই কঠিন সত্যই তুলে ধরতে চাইছি।"

Ravi Shankar Prasad