নিজস্ব সংবাদদাতা : এবার ব্যবসায়ী গোপাল খেমকার খুনের বিষয়ে কথা বলতে গিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন,''এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে এসএসপি (SSP), জেলা শাসক এবং উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে ইতিমধ্যেই এসআইটি (SIT) গঠনের ঘোষণা হয়েছে।'' এরপর তিনি বলেন,''এই ঘটনায় আমি খুবই দুঃখিত। উনি আমার এলাকার একজন বিশিষ্ট নাগরিক এবং একজন ভালো ব্যবসায়ী ছিলেন। আমি প্রশাসন ও পুলিশকে স্পষ্টভাবে বলেছি, যেহেতু এসআইটি (SIT) গঠন হয়েছে, তাই দ্রুত তদন্ত করে পদক্ষেপ করতে হবে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/jKqQrzC3OUKOdAw1Z4K8.jpg)
BREAKING: বিহারে খুন হলেন ব্যবসায়ী গোপাল খেমকা ! বড় মন্তব্য করলেন রবিশঙ্কর প্রসাদ
কি বললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ ?
নিজস্ব সংবাদদাতা : এবার ব্যবসায়ী গোপাল খেমকার খুনের বিষয়ে কথা বলতে গিয়ে এক বড় মন্তব্য করলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন,''এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে এসএসপি (SSP), জেলা শাসক এবং উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে ইতিমধ্যেই এসআইটি (SIT) গঠনের ঘোষণা হয়েছে।'' এরপর তিনি বলেন,''এই ঘটনায় আমি খুবই দুঃখিত। উনি আমার এলাকার একজন বিশিষ্ট নাগরিক এবং একজন ভালো ব্যবসায়ী ছিলেন। আমি প্রশাসন ও পুলিশকে স্পষ্টভাবে বলেছি, যেহেতু এসআইটি (SIT) গঠন হয়েছে, তাই দ্রুত তদন্ত করে পদক্ষেপ করতে হবে।''