সুদর্শন রেড্ডিকে আক্রমণ করলেন রবি শঙ্কর প্রসাদ

রবি শঙ্কর প্রসাদ কি বললেন?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-08 12.38.12 PM

নিজস্ব সংবাদদাতা: উপরাষ্ট্রপতি পদে বিরোধী শিবিরের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুদর্শন রেড্ডিকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ। তিনি বলেন, “সুদর্শন রেড্ডি বলছেন, আমাকে ভোট দিন দেশের আত্মা বাঁচাতে। অথচ তিনি গিয়ে দেখা করছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে, যিনি চারণ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত।"


রবি শঙ্কর প্রসাদের প্রশ্ন—“সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি হয়ে কীভাবে একজন দণ্ডপ্রাপ্ত নেতার সঙ্গে বৈঠক করেন? এটা কেমন মানসিকতা?” তিনি আরও যোগ করেন, “এটাই বিরোধীদের ভণ্ডামি। দয়া করে দেশের আত্মার কথা বলে প্রচার করবেন না।” বিজেপির দাবি, বিরোধী প্রার্থী হিসেবে রেড্ডির এই অবস্থান জনজীবনের সততার প্রশ্নে গুরুতর সংকেত দিচ্ছে।