/anm-bengali/media/media_files/q5E3yn2I3NnQ6OA1Ubho.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: উত্তরকাশী টানেল উদ্ধার অভিযানের আজ ১৬তম দিন। প্রতিদিনই নতুন আশা নিয়ে শুরু হচ্ছে উদ্ধারকাজ। কেননা অগার মেশিন ভেঙে যাওয়ার পর যেন সমগ্র উদ্ধারকাজের গতিই মন্থর হয়ে গেছে। তবে কাজ থামালে চলবে না। কেননা ৪১ জন শ্রমিক এখনও আটকে রয়েছেন সেখানে।
তাই ৫ দিক থেকে চেষ্টা করা উদ্ধারকাজের একদিকে দেখা গেল সকাল থেকেই ব্যস্ততা। হরিজেন্টাল ড্রিলিং এর মাধ্যমে স্থাপিত ১.২-মিটার ব্যাসের পাইপলাইনের ১ থেকে ২ মিটার ক্ষতিগ্রস্থ অংশটি এখন ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে র্যাট মাইনিং-করে সামনের দিকে এগোচ্ছে। ওই পথটি মূলত ১৩ মিটার দূরত্বের। অগার মেশিনের ভেঙে যাওয়া অংশ সরানোর পাশাপাশি ম্যানুয়াল ড্রিলিং-এ অভিজ্ঞ ব্যক্তিরা এই মুহুর্তে র্যাট মাইনিং-এর সাহায্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন শ্রমিকদের দিকে। সম্পূর্ণ কাজটিই ভীষণ জটিল, কিন্তু সেই কাজ ক্রমশ করে যাচ্ছেন উদ্ধারকারী দল।
#WATCH | Uttarkashi Tunnel Rescue | The 1-2 meter damaged part of the 1.2-meter diameter pipeline laid through horizontal drilling is now being removed by rat miners through manual drilling.
— ANI (@ANI) November 27, 2023
Outside visuals of Silkyara Tunnel from earlier today. pic.twitter.com/R4NAn6Pr1X