নিজস্ব সংবাদদাতা: দেশের এই রাজ্যে শুরু হয়ে গেল অকাল হোলি উৎসব। সেই রাজ্য হল উত্তর প্রদেশ। অযোধ্যায় রংভরি একাদশী উৎসব শুরু হয়ে গেল। হনুমান গর্হি মন্দিরে সাধারণ মানুষ মেতেছে আবির খেলায়।
#WATCH | Uttar Pradesh | Rangbhari Ekadashi Holi celebrations underway at Hanuman Garhi Temple in Ayodhya. pic.twitter.com/KIN0z9CFrJ