ফের রুপোলী পর্দায় ভেসে উঠলো শোলে ! আবেগঘন বার্তা দিলেন রমেশ সিপ্পি

কি বার্তা দিলেন শোলের পরিচালক ?

author-image
Debjit Biswas
New Update
RAMESH SIPPY

নিজস্ব সংবাদদাতা : আজ জনপ্রিয় হিন্দি সিনেমা  ''শোলে''-র স্পেশাল স্ক্রীনিং অনুষ্ঠানে যোগ দেন শোলের পরিচালক রমেশ সিপ্পি। এই অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ''“আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র অ্যাকাডেমি পুরস্কারের (IIFA) ২৫ বছর, শোলের ৫০ বছরের মতোই গুরুত্বপূর্ণ।”

m

এছাড়াও এই স্পেশাল স্ক্রীনিং সম্পর্কে তিনি বলেন, ''“গত রাতে আমরা দারুণ সূচনা করেছিলাম, যা শুধু আজ রাতেই নয়, বরং ভবিষ্যতেও চলতে থাকবে।''