New Update
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বাকি মাত্র কয়েকদিন। প্রভু শ্রী রামের অপেক্ষায় রয়েছে পুরো দেশবাসী। কলকাতার ফুলের মালায় সাজবে অযোধ্যার রাম মন্দির। বাংলার গাঁদা ফুল যাচ্ছে অযোধ্যায়। লাল গোলাপি সহ ৬টি বিভিন্ন রঙের গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা এবং কলকে ফুল যাচ্ছে রাম মন্দিরে। ফুল চাষিরা বলছেন তাদের জীবনের বহু পুণ্যের ফসল চলেছে শ্রী রামের চরণে ঠাঁই পেতে।
বাংলার ফুলের মালায় সাজবে অযোধ্যার রাম মন্দির।
— BJP West Bengal (@BJP4Bengal) January 16, 2024
বাকি মাত্র কয়েকদিন, প্রভু শ্রী রামের অপেক্ষায় পুরো দেশবাসী। pic.twitter.com/0d4so3sbyD
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us