আকাশ থেকে কেমন লাগছে রাম মন্দির, দেখুন -

আজ অযোধ্যায় যেন ধরা দিয়েছে এক টুকরো ভারত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
top view ram mandir.png

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ যেন গোটা ভারত গেরুয়া রঙে রাঙা। আজ ভারতের যেকোনও প্রান্তে কান পাতলেই শোনা যাচ্ছে জয় শ্রী রাম ধ্বনি। এভাবেই সেজে উঠেছে আজকের দিন। কারণ একটাই, আজ রামলালার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। আজ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের। কার্যত আজ অযোধ্যায় যেন ধরা দিয়েছে একটুকরো ভারত। সেই চিত্রই প্রকাশ্যে এনেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিমধ্যেই, রাম মন্দিরে পৌঁছেছেন তিনি। যখন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করছেন প্রধানমন্ত্রী তখন হেলিকপ্টার থেকে অযোধ্যার একটি ভিডিও তুলেছেন মোদি। কেমন লাগছে আজকের অযোধ্যা? সেটাই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

hiren