/anm-bengali/media/media_files/8dKngZxr00EwjA4IFeVd.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাম ধ্যান, রাম জ্ঞান; এখন শ্রীরাম জপে ব্যস্ত গোটা দেশ। অযোধ্যায় কান পাতলে এখন শোনা যাচ্ছে একটাই শব্দ ‘জয় শ্রী রাম’। হাতে আর মাত্র ৪ দিন। তারপরই চলে আসবে সেই পুণ্য তিথি। রামলালার ধ্যানে যখন মত্ত ভক্তরা, তখন সেই উন্মাদনায় বাড়তি উচ্ছ্বাস মেশাল ভারতীয় ডাক পরিষেবা।
আজ প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হল রাম মন্দিরের স্মারক বিশিষ্ট বিশেষ ডাক টিকিটের। এই ডাক টিকিট ছড়িয়ে দেওয়া হবে গোটা বিশ্বে এমনটাই জানা যাচ্ছে। এদিন এই উদ্বোধনের পরই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “আজ, আমি শ্রী রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অভিযানের দ্বারা আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি৷ আজ শ্রী রাম জন্মভূমি মন্দিরের ৬টি স্মারক ডাক টিকিটের শুভ সূচনা হল। এছাড়াও বিশ্বজুড়ে ভগবান রামের উপর জারি করা ডাকটিকিটগুলির একটি অ্যালবামও প্রকাশ করা হয়েছে৷ আমি দেশের মানুষকে এবং সারা বিশ্বের সমস্ত রামভক্তদের এই জন্যে অভিনন্দন জানাতে চাই। বিশ্বজুড়েই রাম নামে মত্ত ভক্তরা”।
#WATCH | Prime Minister Narendra Modi says "Today, I got the opportunity to join another event organised by Shri Ram Mandir Pran Pratishtha Abhiyan. Today, 6 Commemorative Postage Stamps on Shri Ram Janmbhoomi Mandir and an album of stamps issued on Lord Ram around the world have… https://t.co/cgSOT6MGZypic.twitter.com/QmdB0PrGrL
— ANI (@ANI) January 18, 2024
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us