/anm-bengali/media/media_files/Iq5iMGbyRGVGGgW0Rau5.jpg)
নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তাই অনেকেই ভাবছেন অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের একটু প্রসাদ যদি পাওয়া যেত তাহলে ভালো হত। আপনার জন্য রয়েছে সুখবর। ঘরে বসেই পাবেন অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ আর সেটাও তাও আবার বিনামূল্যে। এক বেসরকারি সংস্থা খাদি অর্গানিক তাদের ওয়েবসাইটে প্রতিটি বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শুধুমাত্র ডেলিভারি চার্জের বিনিময়ে রাম মন্দিরের প্রসাদ ঘরে বসে পেতে পারেন আপনিও।
এই সংস্থার সেলস হেড প্রধান আদর্শের কথায়, ২০-২৫ দিন আগে স্বপ্নে ভগবান হনুমানজির দেখা পেয়েছেন তিনি। স্বপ্নেই দেখেন যেন সারা দেশের মানুষের মধ্যে ভগবান রামের প্রসাদ বিতরণ করতে বলছেন স্বয়ং হনুমানজি। সেই স্বপ্নের পরই ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আদর্শ জানিয়েছেন যে কোম্পানির লোকজন ভগবান রামলালাকে নিবেদনের উদ্দেশে বিভিন্ন প্রসাদ সামগ্রী নিয়ে যাবে। তার মধ্যে থাকবে নানা খাবার। ভগবানকে সেসব নিবেদনের পর সেই প্রসাদ ফিরিয়ে আনা হবে এবং অনলাইন মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পাঠানো হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us