“রাম মন্দির–মসজিদের সঙ্গে বিহার নির্বাচনের কোনও সম্পর্ক নেই”— আক্রমণে কংগ্রেসের অখিলেশ প্রসাদ সিং

নিতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগও প্রকাশ করলেন কংগ্রেস নেতা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যকে তীব্রভাবে আক্রমণ করে কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিং প্রশ্ন তোলেন— এই ধরনের ধর্মীয় ও জাতীয়তাবাদী ইস্যুর সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনের কী সম্পর্ক? তিনি বলেন, “অযোধ্যার রাম মন্দির কিংবা কোনও মন্দির–মসজিদ— এসবের সঙ্গে বিহারের ভোটের কোনও সরাসরি যোগ নেই। এসব শুধু ভোটের আগে মানুষের মনোযোগ ঘোরানোর কৌশল।”

নিতীশ কুমারের প্রসঙ্গ টেনে কংগ্রেস নেতা আরও বলেন, “আমি আগেও বলেছি, তাঁর (নিতীশ কুমার) স্বাস্থ্য বুলেটিন প্রকাশ হওয়া উচিত। বিহারের মানুষেরও ভয় রয়েছে— যদি কোনওভাবে এনডিএ সরকার গঠন করে, তাঁরা নিতীশ কুমারকে মানসিকভাবে অসুস্থ বলে ঘোষণা করার মতো কাজও করতে পারে।”