দিওয়ালিতে রাম মন্দির! রইল ভিডিও

দুর্গাপুজোর পরে দশেরা উদযাপিত হয়। সেখানে রাবণ বধ হয়। তারপর দীপাবলিতে হয় মা কালীর আরাধনা। আলোর উৎসবে এবার চমক হল রাম মন্দির। গুজরাটের এক সংস্থা দিওয়ালিতে উপহার স্বরূপ তুলে দিতে চাইছে রাম মন্দির।

author-image
Pallabi Sanyal
New Update
১১১

নিজস্ব সংবাদদাতা : সামনেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তারপরই দিওয়ালি। তার আগে তৈরি হচ্ছে রাম মন্দির। তবে, এ মন্দির মূল মন্দির নয়। বলা যায়, মন্দিরের মডেল। ছোট ছোট আকারে গড়ে উঠছে একাধিক রাম মন্দির। গুজরাটের সুরাটে অবস্থিত  একটি দাতব্য সংস্থা এই মন্দির নির্মাণের কাজ করছে দিওয়ালির উপহার হিসেবে। শিল্পী পরেশ প্যাটেল জানিয়েছেন, "আমাদের সংস্থা পাখির ঘর তৈরি করে এবং পাখিদের বাঁচানোর জন্য প্রচার চালায়। এই উদ্দেশ্যে, আমরা বিনামূল্যে পাখিদের জন্য বার্ডহাউস এবং কলস বিতরণ করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। তাই, আমরা মডেল নির্মাণ করছি দীপাবলির উপহার হিসাবে। আমরা এর জন্য অর্ডারও পাচ্ছি। আমাদের কাছে এখন পর্যন্ত ৩০০-৪০০ টি মডেলের অর্ডার রয়েছে।"