গন্তব্য অযোধ্যা, বিমানে করেই যাত্রা শুরু রাম-সীতার

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে এই বিমান পরিষেবা শুরু হল।

New Update
shreeramm.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দেব দর্শনে বিভিন্ন রাজ্য থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। কেউ লঙ্গর পাঠাচ্ছে, তো কেউ ১০৮ ফুটের ধূপ পাঠাচ্ছে। কেননা বিষয় একটায় রামলালা যে ফিরছেন অযোধ্যায়। এবার আহমেদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশ্যে উড়ান ভরল প্রথম বিমান। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে এই বিমান পরিষেবা শুরু হল। আজ থেকেই যাত্রা শুরু করল এই বিমান।

প্রথম যাত্রা বলে কথা, তাতে চমক থাকবে না কি করে হয়। আহমেদাবাদ থেকে আজ প্রথম বিমানে যাত্রা করলেন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান।

আজ যাত্রীরা এই বিশেষ পরিষরে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানের সাজে সেজে যাত্রা করেন। ছিলেন পুরোহিতও। তাঁদের এই অভিনব ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগোও।

 

hiren