/anm-bengali/media/media_files/nwom4qwnL70uXINVjNnW.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিমানবন্দর ও রেলস্টেশনের সম্প্রসারণসহ অযোধ্যায় এই মুহূর্তে জোরকদমে পরিকাঠামোর উন্নতির কাজ চলছে। কারণ, পরের বছর জানুয়ারিতেই বিশাল জাঁকজমক করে রাম মন্দিরের উদ্বোধন করা হবে। পরিকাঠামোর কাজের গতি বৃদ্ধি করেছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি, সাহাদতগঞ্জ থেকে নয়া ঘাট পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা অর্থাত্ রাম পথের কাজও চলছে জোরকদমে। রামজানকী পথ ও ভক্তি পথের নির্মাণকার্যের রূপরেখাও প্রায় তৈরি হয়ে গেছে।
প্রসঙ্গত, ত্রিপুরা সফরে গিয়ে এ বছরের শুরুতেই 'রাম মন্দির' উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দির চালুর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই অনেক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানা গেছে।