New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ২০২৫ সালের ২৬৮তম রাজ্যসভা অধিবেশন শুরু হতে চলেছে সোমবার, ২১ জুলাই থেকে। সংসদ সূত্রে জানা গেছে, ওইদিন থেকেই উচ্চকক্ষের কাজকর্ম চলবে নির্ধারিত সময় অনুযায়ী। এবারের অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল, নীতি আলোচনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক ইস্যুতে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য এবং পররাষ্ট্রনীতি সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় তুলে ধরা হতে পারে। রাজনৈতিক মহল ইতিমধ্যেই নজর রেখেছে এই অধিবেশনের ওপর, কারণ তা হতে পারে আসন্ন রাজ্য ও লোকসভা ভোটের আগে সরকারের গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান স্পষ্ট করার মঞ্চ।
The 268th Session of the Rajya Sabha will commence on Monday, 21st July, 2025. pic.twitter.com/urthnWiBXz
— ANI (@ANI) July 3, 2025