Big News: মহিলা সংরক্ষণ বিল...কাল থেকে লাগু!

মহিলা সংরক্ষণ বিল নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। মোদী সরকারকে করলেন এক প্রশ্ন। সেই সঙ্গে বললেন কাল থেকেই এটাকে আইন করে লাগু করে দিতে।

author-image
Anusmita Bhattacharya
New Update
Women-Reservation-Bill-scaled

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: মোদী সরকারের তরফে মহিলা সংরক্ষণ বিল উত্থাপিত হওয়ার পর থেকে রাজনৈতিক তরজা তুঙ্গে। কংগ্রেস ক্রমাগত দাবি করে যাচ্ছে যে প্রথম তারা এই বিল এনেছিল। এবার এই বিল নিয়ে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। তিনি প্রশ্ন করেন, 'তারা কি এই বিল কোনওরকম সীমাবদ্ধতা ছাড়া আনতে পারবে? তাহলে আমরা তৈরি আছি। কাল থেকেই লাগু করে দিন। তারা যদি ২০১৪ সালে এই বিল আনতো তাহলে এই সময়ের মধ্যে তা কার্যকরী হয়ে যেত। তারা ২০২৯ সালেও এই বিল কার্যকর করতে চায় না। এটা ২০২৪ সালের কৌশল'।