/anm-bengali/media/media_files/d6tU6rH6eNy5SlN9ulZF.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একাধিক ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে মণিপুর (Manipur) ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল রাজ্যসভা।মণিপুরপরিস্থিতিনিয়েআলোচনাএবংপ্রধানমন্ত্রীনরেন্দ্রমোদীরবিবৃতিরদাবিতেসোমবারলোকসভায়বিরোধীসদস্যরাবিক্ষোভওস্লোগানদেন।দুপুর১২টাপর্যন্তমুলতবিকরারআগেসংক্ষিপ্তভাবেপ্রশ্নোত্তরপর্বশুরুহয়।রাজ্যসভাতেও তাই। উঠতে থাকে বিরোধীদের স্লোগান। এদিন রাজ্যসভায় ডেরেক ও ব্রায়ানের মন্তব্যকে ঘিরে অশান্ত হয়ে ওঠে কক্ষ। এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর যখন সাংসদদের উদ্দেশে ভাষণ দেন, তখন বিরোধী সাংসদরা তাদের উদ্বেগের কথা তুলে ধরেন। এদিকে চেয়ারম্যান বলেন, "মিস্টার ডেরেক ও'ব্রায়েন, দয়া করে একটি জায়গায় বসুন, আপনি কিন্তু অধিবেশনকে চ্যালেঞ্জ করছেন।“
অন্যদিকে এদিনলোকসভায় অধিবেশনশুরুহওয়ারসঙ্গেসঙ্গেইবিরোধীসদস্যরাতাঁদেরদাবিনিয়েপ্ল্যাকার্ড হাতেদাঁড়াতেশুরুকরেন।কংগ্রেসনেতাঅধীররঞ্জনচৌধুরিদাবিকরেছেন, মণিপুরেরপরিস্থিতিনিয়েপ্রধানমন্ত্রীরসংসদেবিবৃতিদেওয়াউচিত।
স্পিকারওমবিড়লাবলেছেনযেহাউসআলোচনারজন্যপ্রস্তুতএবংবিরোধীদলগুলিসিদ্ধান্তনিতেপারেনাযেকেবিতর্কেরউত্তরদেবে।
ওম বিড়লাবলেন, সংসদেরউপনেতাপ্রতিরক্ষামন্ত্রীরাজনাথসিংইতিমধ্যেইবলেছেনযেসরকারআলোচনারজন্যপ্রস্তুত।
রাজনাথসিংসংক্ষিপ্তবক্তব্যরাখেনএবংবলেনযেমণিপুরপরিস্থিতিনিয়েসংসদেআলোচনাহওয়াউচিতএবংএর জন্য সরকার পুরোপুরিপ্রস্তুত।
এদিন বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ওম বিড়লাবলেন, ‘আলোচনারমাধ্যমেসমাধানবেরকরাহবে। সংসদবিতর্কেরজন্য।তোমাদের কেকিপ্ল্যাকার্ডপ্রদর্শনকরতে, স্লোগানদেওয়ারজন্যপাঠিয়েছে?’ স্পিকারবলেন, প্রশ্নোত্তরপর্বেরপরবিষয়টিনিয়েআলোচনাহতেপারে।
সংসদবিষয়কমন্ত্রীপ্রহ্লাদজোশীবলেছেনযেসরকারআলোচনারজন্যইচ্ছুকএবংবিরোধীদলগুলিবাধাদেওয়ারচেষ্টাকরছে। বিরোধী সদস্যরা মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য চান। দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হওয়ার পর বিরোধী দলের সদস্যদের বিক্ষোভ ও স্লোগানের মধ্যে সংক্ষিপ্ত ভাবে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।
#WATCH | As Rajya Sabha Chairman addresses the MPs, Opposition MPs rise from their seats to raise their concerns, at which the Chairman says, "Mr Derek O'Brien, please take a seat, you are challenging the Chair."
— ANI (@ANI) July 24, 2023
Soon after, Rajya Sabha was adjourned till noon. pic.twitter.com/6B3dsdMxjS
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us