/anm-bengali/media/media_files/01bfSug5zlYrIDlRv2il.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভায় (Rajyasabha) আজ শুক্রবার অধিবেশন চলাকালীন এক নজিরবিহীন কাণ্ড ঘটে গেল। এদিন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) এবং তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের (Derek O Brian) মধ্যে শুক্রবার রাজ্যসভায় উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ২৬৭ নং বিধির অধীনে বিরোধী সাংসদদের দেওয়া নোটিশ গ্রহণ না করার বিষয়টি নিয়ে রাজ্যসভায় হইচই হয়েছে।
চেয়ারম্যান বলেন, তিনি ইতিমধ্যে এই বিষয়ে একটি স্বল্পমেয়াদী আলোচনায় সম্মত হয়েছেন এবং সদস্যদের সেই নিয়মের অধীনে বিষয়টি নিয়ে আলোচনা করতে বলেছেন। এতে ডেরেক ও'ব্রায়েন তার বক্তব্য তুলে ধরার জন্য টেবিল চাপড়ালে চেয়ারম্যান রেগে যান। চেয়ারম্যান বলেন, ‘আসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন এবং টেবিলে চাপড়াবেন না।“ এদিকে চেয়ারম্যানের অনিচ্ছা সত্ত্বেও ডেরেক ও'ব্রায়েন তার বক্তব্য অব্যাহত রাখেন। এতে চেয়ারম্যান সারা দিনের জন্য অধিবেশন মুলতবি করেন।
Rajya Sabha adjourned for the day amid sloganeering in the House over the Manipur situation. pic.twitter.com/ss0rGifnXx
— ANI (@ANI) July 28, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us