নিজস্ব সংবাদদাতা : আগামীকাল রাজ্য বিজেপির উত্তরকন্যা অভিযান প্রসঙ্গে এবার এক বড় বার্তা দিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন,''ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই ‘উত্তরকন্যা চলো যাত্রা’ আসলে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মানের জন্য।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/fUxaLU9rclQkdFo6ZsJX.jpg)
এরপর তিনি বলেন,''রাজ্যে একের পর এক যে অমানবিক ঘটনা মহিলাদের সঙ্গে ঘটছে, তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি। এই যাত্রার মূল উদ্দেশ্য হল, এই বার্তা মমতা দিদির কানে পৌঁছে দেওয়া যে, বাংলার মহিলারা আর নিরাপদ নয়, আর আমরা এই অন্যায় সহ্য করব না।”
BREAKING: মহিলাদের সম্মানের জন্যই বিজেপির উত্তরকন্যা চলো অভিযান ! বড় বার্তা দিলেন রাজু বিস্ত
কি বললেন বিজেপি সাংসদ রাজু বিস্ত ?
নিজস্ব সংবাদদাতা : আগামীকাল রাজ্য বিজেপির উত্তরকন্যা অভিযান প্রসঙ্গে এবার এক বড় বার্তা দিলেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। তিনি বলেন,''ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের এই ‘উত্তরকন্যা চলো যাত্রা’ আসলে পশ্চিমবঙ্গের মহিলাদের সম্মানের জন্য।"
এরপর তিনি বলেন,''রাজ্যে একের পর এক যে অমানবিক ঘটনা মহিলাদের সঙ্গে ঘটছে, তার প্রতিবাদেই আমরা পথে নেমেছি। এই যাত্রার মূল উদ্দেশ্য হল, এই বার্তা মমতা দিদির কানে পৌঁছে দেওয়া যে, বাংলার মহিলারা আর নিরাপদ নয়, আর আমরা এই অন্যায় সহ্য করব না।”