DELHI BLAST UPDATE : দিল্লি বিস্ফোরণে শোকাহত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ! কি বার্তা দিলেন তিনি ?

কি বার্তা দিলেন রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : আজ দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এবার শোকপ্রকাশ করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিজের সামাজিক মাধ্যমে এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

rajnath singh fic.jpg

আজ একটি টুইট বার্তার মাধ্যমে তিনি শোকপ্রকাশ করে বলেন যে,''আজ দিল্লিতে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক (extremely painful and disturbing)। এই গভীর শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্যের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।"