New Update
/anm-bengali/media/media_files/3RLJ68wqNg2siSEi6TKJ.jpg)
নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদ্য সমাপ্ত চীন সফরকে তার কূটনৈতিক দক্ষতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এই সফর শুধু ভারতের অবস্থানকেই আরও দৃঢ় করেনি, বরং ভূ-রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সাজানো ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের ক্ষমতাকেও তুলে ধরেছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
আজ একটি টুইট বার্তায় তিনি বলেন,''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফর তার কূটনৈতিক দক্ষতার উজ্জ্বল একটি প্রমাণ এবং এটি ভূ-রাজনৈতিক বাস্তবতাকে নতুন করে সাজানো ও ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে তুলে ধরেছে। তার এই সফর সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সঙ্গে ভারতের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us