New Update
/anm-bengali/media/media_files/fjQi5VcSxPYuBhdXNzjj.jpg)
নিজস্ব সংবাদদাতা : ‘সনাতন সংস্কৃতি জাগরণ মহোৎসব’-এ বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বড় আশ্বাস দিলেন দেশবাসীকে। তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আপনারা যা চান, তা অবশ্যই বাস্তবায়িত হবে।”
/anm-bengali/media/media_files/2024/12/07/5CppVU5xBr4MaKIBZctw.jpg)
এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, “প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হল ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে মিলেমিশে কাজ করা এবং যারা ভারতের দিকে কুদৃষ্টিতে তাকায়, তাদের যোগ্য জবাব দেওয়া।”
রাজনাথ সিংয়ের এই মন্তব্যে একদিকে যেমন মোদী সরকারের প্রতি তাঁর আস্থা প্রকাশ পেল, তেমনি দেশের প্রতিরক্ষার দিকটাও গুরুত্ব দিয়ে তুলে ধরলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us