দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিতে রাজনাথ সিংয়ের শ্রদ্ধা নিবেদন

কারগিল বিজয় দিবস | দিল্লিতে জাতীয় যুদ্ধ স্মৃতিতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-26 9.54.26 AM

নিজস্ব সংবাদদাতা: কারগিল বিজয় দিবস উপলক্ষে আজ সকালে রাজধানী দিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিতে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শহিদ জওয়ানদের স্মরণে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফ, চিফ অব এয়ার স্টাফ, চিফ অব নেভাল স্টাফ, এবং ভাইস চিফ অব আর্মি স্টাফ।

এই গর্বময় দিনে দেশবাসী কুর্নিশ জানায় সেইসব সাহসী সৈনিকদের, যাঁরা মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। রাজধানীর জাতীয় যুদ্ধ স্মৃতিতে আয়োজিত এই শ্রদ্ধা অনুষ্ঠান আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সামরিক ব্যান্ডের করুণ সুরে অনুরণিত হয় জাতীয় গৌরব ও আত্মত্যাগের স্মৃতি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “কারগিলের বীররা দেশের সীমা রক্ষায় যে সাহস দেখিয়েছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগ জাতির অনুপ্রেরণা।”