ভারতের প্রযুক্তি কোনও দেশের থেকেই কম নয় ! বড় মন্তব্য করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কি বললেন রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের প্রযুক্তি নিয়ে এক বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন,''আমরা সবাই দেখেছি যে, যখন সংকল্প, সাহস এবং বিজ্ঞান এই তিনটি জিনিস একত্রিত হয়, তখন সমস্ত অসম্ভব বিষয়গুলিও সম্ভব হয়ে যায়। অপারেশন সিঁদুর একদিকে যেমন আমাদের দেশের সশস্ত্র বাহিনীর বীরত্বের গল্প, তেমনই অন্যদিকে এটি আত্মনির্ভর ভারত, আমাদের দেশের বিজ্ঞানী এবং দেশের যুবকদের উদ্ভাবনি শক্তিরও একটি গল্প।"

brahmos

এরপর তিনি বলেন,''মাত্র ১৪ মাসের মধ্যে রাফে এমফিবর (Raphe mPhibr) এবং ডিআরডিও (DRDO)-র সহযোগিতায় তিনটি নতুন পণ্য তৈরি করা হয়েছে এবং সেগুলিকে 'অপারেশন সিঁদুর'-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সাফল্য প্রমাণ করে যে, ভারত এখন প্রযুক্তিগতভাবে কোনও দেশের থেকেই পিছিয়ে নেই।''