BREAKING: সন্ত্রাসবাদের সংগঠকদেরও বিচার করতে হবে ! এবার এসসিও (SCO) সামিটে পাকিস্তানকেও কটাক্ষ করলেন রাজনাথ সিং

কি বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : এবার এসসিও (SCO) সামিটে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদের সাথে সাথে পাকিস্তানের বিরুদ্ধেও কড়া বার্তা দিলেন। তিনি বলেন,"সন্ত্রাসবাদ একটি জঘন্য অপরাধমূলক কাজ এবং এটি কখন হয়েছে, কোথায় হয়েছে বা কে করেছে, এসব প্রশ্নের কোনও মূল্যই এক্ষেত্রে নেই। এর পেছনে উদ্দেশ্য যাই থাকুক না কেন, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং কোনও যুক্তিতেই ন্যায়সঙ্গত নয়। এসসিও (SCO)-র সদস্য রাষ্ট্রগুলিকে এই জঘন্য অপরাধের বিরুদ্ধে একবাক্যে নিন্দা করতেই হবে।"

rajnath singh fic.jpg

 এরপর তিনি বলেন,''সন্ত্রাসবাদীদের সাথে সাথে, এর সংগঠক, অর্থদাতা এবং যারা যারা এর পৃষ্ঠপোষকতা করেন, তাদের সকলকে চিহ্নিত করে আন্তর্জাতিক ন্যায়বিচারের আওতায় আনতে হবে। বিশেষ করে সীমান্ত পারের সন্ত্রাসবাদকেও কঠোরভাবে মোকাবিলা করতে হবে।"