শপথগ্রহণ! যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী

আগামীকাল নাইজেরিয়ায় দুদিনের সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

author-image
Pallabi Sanyal
27 May 2023
শপথগ্রহণ! যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী



নিজস্ব সংবাদদাতা : আগামীকাল নাইজেরিয়ায় দুদিনের সফরে যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ২৮-৩০ মে নাইজেরিয়ায় সফর করবেন তিনি। পশ্চিম আফ্রিকার দেশটির রাষ্ট্রপতি হিসেবে  বোলা আহমেদ টিনুবুর  শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাজনাথ সিং ২৯ মে আবুজার ঈগল স্কয়ারে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন।২৮ মে  নাইজেরিয়ার বিদায়ী রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারির সাথেও দেখা করবেন সম্বোর্ধনাজ্ঞাপন মূলক অনুষ্ঠানে।