সকাল সকাল টুইট, রাজনাথ সিং জানালেন সূচী

সেই কথা নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rajnathhh.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আজ দু’দিনের জন্যে আসাম ও অরুণাচল প্রদেশ যাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই কথা নিজেই টুইট করে জানিয়েছেন তিনি।

টুইটে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “আজ আমি আসাম এবং অরুণাচল প্রদেশে ২ দিনের সফরে তেজপুরে যাব। আমার সফরের সময়, আমি এই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে কথা বলব এবং সামনের অঞ্চলগুলিও পরিদর্শন করব। তাওয়াংয়ে সেনাদের সঙ্গে দশেরাও পালন করব আমি”।

hiren