মুখ্যমন্ত্রী চালকের আসনে কিন্তু চালাচ্ছে অন্য কেউ! কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

ভোটমুখী রাজস্থানে গিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

author-image
SWETA MITRA
New Update
raja ashok.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ আজ সোমবার রাজস্থান সফরে গিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আজ রাজস্থানের জয়সলমীরে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "পরিস্থিতি এমন যে মুখ্যমন্ত্রী চালকের আসনে বসে আছেন তো বটে কিন্তু গাড়ির, ক্লাচটি অন্য কেউ চাপছেন এবং অ্যাকসেলারেটরটি অন্য কেউ চাপছে।"

এদিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "মানুষ আমাকে একাধিক ঘটনার তালিকা দিয়েছে। গত ৫৬ মাসে ১০ লক্ষেরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে, রাজস্থানে কংগ্রেসের শাসনামলে ৬০ হাজারেরও বেশি নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে। নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের ৩২ হাজার মামলা... উন্নয়নের প্রথম শর্ত হলো সুস্থ আইন-শৃঙ্খলা। একটি রিপোর্ট অনুযায়ী রাজস্থান এক নম্বর অবস্থানে পৌঁছেছে।

 

আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করে রাজ্যে বিজেপির তরফে এক পরিবর্তন যাত্রার সূচনা করেছে। বিজেপিরএই পরিবর্তনযাত্রা১৮দিনে,৫৭৪কিলোমিটারপথঅতিক্রমকরেনাগৌর, আজমীরএবংযোধপুরবিভাগের৫১টিআসনঅতিক্রমকরবে।

 

স্বাধীনতারপরতিনদশকধরেরাজস্থানেররাজনীতিতেআধিপত্যবিস্তারকরেছিলকংগ্রেস।কংগ্রেসেরমুখ্যমন্ত্রীমোহনলালসুখাদিয়া১৭বছর (১৯৫৪থেকে১৯৭১) সফলভাবেরাজ্যেসরকারপরিচালনাকরেছিলেন।পরে১৯৭৭সালেতৎকালীনজনসংঘেরভৈরনসিংশেখাওয়াতরাজ্যেরপ্রথম-কংগ্রেসীমুখ্যমন্ত্রীহন।১৯৮৯সালেবিজেপিযখনকোনওরাজ্যেপ্রথমবারেরমতোক্ষমতায়আসে, তখনতাছিলরাজস্থান, যখনভৈরনসিংশেখাওয়াতআবারমুখ্যমন্ত্রীহনএবংপরবর্তীবছরতিনিরাজ্যেররাজনীতিতেআধিপত্যবিস্তারকরেন।গতদুইদশকধরেরাজস্থানেপ্রতিটিবিধানসভানির্বাচনেকংগ্রেসনেতাঅশোকগেহলটএবংবিজেপিনেতাবসুন্ধরারাজেরমধ্যেসরাসরিপ্রতিদ্বন্দ্বিতাহয়েছে।অশোকগেহলটতিনবারমুখ্যমন্ত্রীহয়েছেন, বসুন্ধরারাজেদু'বারমুখ্যমন্ত্রীহয়েছেনএবংআসন্নবিধানসভানির্বাচনেতৃতীয়বারেরমতোরাজ্যেরনেতৃত্বপাওয়ারজন্যকঠোরপরিশ্রমকরছেন।এছাড়াও, এবারতরুণকংগ্রেসনেতাশচীনপাইলটওমুখ্যমন্ত্রীপদেরদৌড়েরয়েছেন।

 

#WATCH | Jaisalmer, Rajasthan: Defence Minister Rajnath Singh says, "The situation is such that the Chief Minister (of Rajasthan) is in the driver's seat, the clutch is pressed by someone else and the accelerator is being pressed by someone else..." pic.twitter.com/jFCXdwmKeh

— ANI (@ANI) September 4, 2023