সেনা জওয়ানদের সাথে করবেন অস্ত্র পুজো ও দশেরা উদযাপন ! ভুজ সামরিক ঘাঁটিতে পৌঁছালেন রাজনাথ সিং

কেন এই সিদ্ধান্ত নিলেন রাজনাথ সিং ?

author-image
Debjit Biswas
New Update
modi and rajnath singh

নিজস্ব সংবাদদাতা : দশেরা (বিজয়া দশমী) উপলক্ষ্যে সেনা জওয়ানদের সাথে কালকের দিনটি উদযাপন করতে আজকেই গুজরাটের ভূজে (Bhuj) পৌঁছালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ, প্রতিরক্ষা মন্ত্রীকে ভুজ এয়ার ফোর্স স্টেশনে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (General Upendra Dwivedi)।

Bhuj airforce

সূত্র মারফত জানা গেছে তিনি আগামীকাল (বৃহস্পতিবার) ভুজ সামরিক ঘাঁটিতে (Bhuj Military Base) ঐতিহ্যবাহী অস্ত্র পূজা করবেন। মূলত এই সফরের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি সংহতি জানাবেন রাজনাথ সিং।