/anm-bengali/media/media_files/MgKJyQxypW9Cdh7LhJIp.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ডিএমডিকে প্রধান তথা অভিনেতা বিজয়কান্তের আজ শেষকৃত্য সম্পন্ন হবে। সেই শেষকৃত্যে যোগ দিতে ইতিমধ্যেই তামিলনাড়ুর থুথুকুডিতে পৌঁছেছেন বিশিষ্ট জনেরা। রয়েছেন বিভিন্ন দলের নেতা-নেত্রী থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেকে। সেই শেষকৃত্যে যোগ দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি।
এদিন তাই সেই প্রসঙ্গেই বলেন, “আমার প্রিয় বন্ধুকে হারানো দুর্ভাগ্যজনক, এটা বেদনাদায়ক। আমরা সবাই ভাবছিলাম তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সমস্ত বাধা কাটিয়ে ফের চলতি জীবনে ফিরবেন। কিন্তু তেমনটা হল না। আমরা যখন সাম্প্রতিক ডিএমডিকে মিটিংয়ে বিজয়কান্তকে দেখেছিলাম, তখনই আমি একটু আশাহত হই। তার স্বাস্থ্যের হাল দেখে সেই সময় সত্যিই ভালো লাগেনি। আর আজ এমন ঘটনা ঘটে গেল। তিনি সুস্থ থাকলে তামিলনাড়ুর রাজনীতি আরও শক্তিশালী হত, তিনি মানুষের জন্য অনেক ভালো কিছু করতে পারতেন। কিন্তু কিছুই আর হয়ে উঠল না…!”
Thoothukudi, Tamil Nadu | On the demise of DMDK chief and actor Captain Vijayakanth, Actor Rajinikanth says "It is unfortunate to lose my beloved friend, it is painful. We all were thinking he would recover from health issues. But when we saw Vijayakanth in the recent DMDK… pic.twitter.com/GV48Nq3mNQ
— ANI (@ANI) December 29, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us