বিহারে ফ্রি বিদ্যুৎ ঘোষণায় রাজভরের প্রতিক্রিয়া

বিহারে নিঃশুল্ক বিদ্যুৎ ঘোষণাকে স্বাগত জানালেন ওমপ্রকাশ রাজভর, জাতিগত জনগণনার দাবি পুনরায় উত্থাপন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-17 9.43.00 PM

নিজস্ব সংবাদদাতা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কর্তৃক রাজ্যে ১২৫ ইউনিট পর্যন্ত নিঃশুল্ক বিদ্যুৎ সরবরাহের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। এই প্রেক্ষিতে উত্তরপ্রদেশের মন্ত্রী ও এসবিএসপি নেতা ওমপ্রকাশ রাজভর আজ বলিয়ায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "২২ বছর আগে থেকেই আমরা বলছিলাম—যেসব গরিব মানুষ বিদ্যুৎ বিল দিতে অক্ষম, তাদের ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া উচিত।"

তিনি আরও বলেন, “আমরা তখন থেকেই জাতিগত জনগণনার দাবি জানিয়ে আসছি। যাঁরা এখনো সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত, তাঁদেরও সংরক্ষণের আওতায় আনা উচিত। এই দাবিগুলোর কিছু দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল বাস্তবায়ন করেছেন। আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও একই পথে হাঁটলেন। দেশের প্রধানমন্ত্রীও এখন জাতিগত জনগণনার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছেন।”

ওমপ্রকাশ রাজভরের মতে, দীর্ঘদিন ধরে যেসব দাবিদাওয়া তাঁরা তুলে ধরেছেন—তা আজ বাস্তবায়নের পথে। তাঁর ভাষায়, “আমরা যেটা চাইছিলাম, সেটাই এখন ঘটছে।” জাতিগত জনগণনা ও সংরক্ষণের সম্প্রসারণ সংক্রান্ত রাজভরের এই মন্তব্য এমন সময় এল, যখন দেশে সামাজিক ন্যায় ও সংরক্ষণনীতি নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্রতর হচ্ছে। বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের ঘোষণার পর রাজ্যে রাজ্যে একই ধরনের দাবিতে চাপ বাড়তে পারে। রাজভরের এই বক্তব্য উত্তরপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।