বিজেপির গর্ব ভেঙে গেছে, বিস্ফোরক দাবি নেতার

বিজেপিকে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন নেতা।

author-image
SWETA MITRA
New Update
mod cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক তরজা তুঙ্গে উঠছে রাজস্থানে (Rajasthan)। এবার আজ মঙ্গলবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজস্থানসরকারেরমন্ত্রীপ্রতাপসিংখাচারিয়াবাস। তিনিবলেছেন, "টিকিটঘোষণারপরবিজেপিযেগর্বকরেছিলতাভেঙেগেছে।বিজেপিকাজেরভিত্তিতেনির্বাচনেপ্রতিদ্বন্দ্বিতাকরছেনা।বিজেপিরযদিশক্তিথাকেতবেতাদেরপূর্ববর্তীসরকারকেপরাজিতকরাউচিত।কংগ্রেসেরকাজেরভিত্তিতেআমাদেরনির্বাচনীময়দানেনামতেহবে।আমরাযদিকংগ্রেসেরকাজেরতুলনাকরি, তারাএইরাজ্যেরউন্নয়নএবংজনকল্যাণেভূমিকারেখেছে, বিজেপিকখনইএইধরনেরমডেলবাস্তবায়নকরতেপারেনি।রাজস্থানেদাঙ্গাহোক, হিন্দু-মুসলিমেরনামেদাঙ্গাহোকএবংভোটনেওয়াহোক, এগুলিরই চেষ্টা করে গিয়েছে বিজেপি।“