মুখ্যমন্ত্রীর ছেলেকে ডাকল ED! মুখ খুললেন সুপুত্র

ইডি এবার ডাকল মুখ্যমন্ত্রীর ছেলেকে। তলব নিয়ে মুখ খুললেন তিনি। ক্লিক করে জেনে নিন কী বললেন তিনি।

author-image
Anusmita Bhattacharya
New Update
vaibav

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলোতের ছেলে বৈভব গেহলোতকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রীর পুত্র। বৈভব দাবি করেন, 'আমি নোটিস পেয়েছি। ১২ ১৩ বছর আগে এই একই অভিযোগে আমাকে বিদ্ধ করা হয় এবং তার জবাব দিয়েছি। এখন আবার ইডি এসেছে। রাজস্থানের মানুষ বুঝতে পারে যে, কেন এটা হচ্ছে যখন আদর্শ আচরণবিধি ইতিমধ্যেই লাগু করা হয়েছে এই রাজ্যে'।

hiring.jpg