/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-1143-pm-2025-08-28-23-46-06.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের দরভঙ্গায় ইন্ডিয়া জোটের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ক্রমশ তীব্র হচ্ছে। এদিন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কংগ্রেস ও রাজদকে কড়া ভাষায় আক্রমণ করেন।
তিনি বলেন, “বিহারে কংগ্রেস-রাজদ সমস্ত লজ্জার সীমা অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত শ্রদ্ধেয় মাতাজিকে নিয়ে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের করা অশালীন মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। দেশ কখনও কংগ্রেস-রাজদকে এই ঘটনার জন্য ক্ষমা করবে না।”
/anm-bengali/media/post_attachments/b0096017-f14.png)
ভজনলাল শর্মা আরও অভিযোগ করেন, “ইন্ডি অ্যালায়েন্সের নেতারা, বিশেষত রাহুল গান্ধী ও তেজস্বী যাদব, মেনে নিতে পারছেন না যে এক গরিব মায়ের সন্তান আজ দেশের প্রধানমন্ত্রী এবং মানুষ তাঁকে হৃদয়ে স্থান দিয়েছে। কংগ্রেসের বরাবরের প্রথা হল, যখনই তারা নির্বাচনে পরাজয়ের মুখে পড়ে, তখনই অশ্রাব্য ভাষা ব্যবহার করে। ওরা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, আর তাদের মানসিকতাও দুর্নীতিগ্রস্ত।”
তিনি দাবি করেন, “বিহারের মানুষ এখন বুঝে গিয়েছেন, ভোট পাওয়ার জন্য ইন্ডি অ্যালায়েন্স কতটা নীচে নামতে পারে।”
রাজনৈতিক মহলের মতে, রাজস্থানের মুখ্যমন্ত্রীর এই অবস্থান বিজেপির সর্বভারতীয় প্রচারের অংশ, যেখানে বিরোধী জোটকে রাজনৈতিক শালীনতার প্রশ্নে ক্রমশ চাপে ফেলার কৌশল নেওয়া হচ্ছে।
#WATCH | Jaipur | On a viral video purportedly showing derogatory remarks against PM Modi and his mother at an INDIA bloc event in Darbhanga, Rajasthan Chief Minister Bhajanlal Sharma says, "Congress-RJD in Bihar have crossed all limits of shamelessness. The indecent remarks made… pic.twitter.com/FM4G6eFHHK
— ANI (@ANI) August 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us