Loksabha Election: প্রধানমন্ত্রীর নকল বীরত্ব! অকপট কংগ্রেস নেত্রী

২০২৪ লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে ভাষণ দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা।

author-image
Probha Rani Das
New Update
priyanka Gandhi edit .jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানেরজালোরে এক জনসভায় ভাষণ দিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। তিনি বলেন, “আপনি অশোক গেহলটের কিছু অভিযোগ নিয়ে খুশি ছিলেন এবং আপনি সরকার পরিবর্তন করেছিলেনকিন্তু তিনি আপনার জন্য যে প্রকল্পগুলি শুরু করেছিলেন সেগুলির কী হল? তাদের থামিয়ে দেওয়া হয়েছেকারণ আপনি যে সরকারকে বেছে নিয়েছেন তা আপনার স্বার্থে কাজ করে না

priyanka gandhik224.jpg

তিনি আরও বলেছেন, “আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রধানমন্ত্রী মোদী তাঁর জনসভায় কী বলেন, কখনও তিনি নকল বীরত্ব দেখান, কখনও নর্দমা থেকে গ্যাস তৈরি করেন, কখনও মাছ-মাংসের কথা বলেন, কখনও আকাশে উড়ে যান, কখনও সমুদ্রের গভীরে চলে যান। এসবের সাথে কি আপনাদের কোন সম্পর্ক আছে? আমার মনে হয় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কিছু হয়েছেউনি সেটা বুঝতে পারছেন নাউনি যেহেতু এখন ক্ষমতা রয়েছেন, মানুষ তাঁকে সত্যি বলতে ভয় পাচ্ছে। আমি সত্যিই বিশ্বাস করি, প্রধানমন্ত্রী মোদী জনগণের কাছ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।” 

ssklo2.jpg

Add 1