রাজস্থান: নির্বাচনের আগে মায়ের দর্শন করলেন অশোক গেহলট

করনি মাতা মন্দিরে দর্শন করেছেন অশোক গেহলট। 

author-image
Aniket
New Update
Untitled-1-Recovered 1111

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে নির্বাচনের ডঙ্কা বাজছে। রাজস্থানে সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি আশাবাদী। অপরদিকে রাজস্থানে কংগ্রেস সরকারই বহাল থাকবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। এবার তিনি রাজস্থানের অতি প্রসিদ্ধ স্থান করনি মাতার মন্দির দর্শন করলেন। মায়ের কাছে জয়ের বিষয়ে আশীর্বাদ চেয়েছেন তিনি। ট্যুইট করে তিনি এই বিষয়ে জানিয়েছেন। 

hiring 2.jpeg