New Update
/anm-bengali/media/media_files/SfBNHDyePIFIuMfNRmv5.jpg)
নিজস্ব সংবাদদাতা : উত্তরাখণ্ডে চলমান প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে এবার ৫ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করলো রাজস্থান সরকার। এই আর্থিক সাহায্য উত্তরাখণ্ডে ত্রাণ ও পুনর্বাসনের কাজে ব্যবহার করা হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/05/0P5JwZXEXgtBg9u2euJg.jpg)
আজ এই বিষয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে একটি চিঠি পাঠিয়ে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এই চিঠিতে তিনি লিখেছেন, "এই প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে, আমরা উত্তরাখণ্ডের মানুষের কষ্টকে নিজেদের কষ্ট বলে মনে করি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us