লালবাগচা রাজায় গণপতির দর্শনে রাজ ঠাকরে

লালবাগচা রাজায় গণপতির দর্শনে এলেন রাজ ঠাকরে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-31 1.49.11 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS) প্রধান রাজ ঠাকরে সোমবার মুম্বইয়ের বিখ্যাত লালবাগচা রাজা মণ্ডপে গিয়ে শ্রীগণেশের দর্শন করেন এবং প্রার্থনা নিবেদন করেন। গণেশ চতুর্থীর উৎসব উপলক্ষে লালবাগচা রাজা প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্তের সমাগমের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

রাজ ঠাকরে এদিন পরিবারের সঙ্গে পৌঁছে পূজা অর্চনায় অংশ নেন। মণ্ডপ কমিটির পক্ষ থেকে তাঁকে অভ্যর্থনা জানানো হয়। ভক্তদের ভিড়ের মধ্যেই রাজনৈতিক নেতার উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে।

এ বছর লালবাগচা রাজা মণ্ডপে বিশেষ শোভা ও সজ্জার আয়োজন করা হয়েছে। ভক্তদের সুবিধার্থে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় কড়া নজর রাখছে মুম্বই পুলিশ ও স্থানীয় প্রশাসন। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ এখানে পুজো দিতে আসেন।

রাজ ঠাকরের এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনার ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গণেশ উৎসবের মতো গণভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে চাইছেন।

উল্লেখ্য, গণেশ চতুর্থী কেবল মহারাষ্ট্র নয়, সমগ্র ভারতের অন্যতম জনপ্রিয় উৎসব। আর মুম্বইয়ের লালবাগচা রাজা গণপতি প্রতিমা তার ঐতিহ্য, ভক্তি ও ব্যাপক জনসমাগমের জন্য দেশজুড়ে বিখ্যাত।