New Update
/anm-bengali/media/media_files/JscnQDYv3gWIjooxY1E2.jpg)
নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। এর মধ্যেই প্রকাশ্যে এল একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, কাংড়া শহরের তান্ডা মেডিক্যাল কলেজে বৃষ্টির জল জমে রয়েছে। তার মধ্যেই চলছে রোগীদের চিকিৎসা। রোগীদের পরিজনেরাও জমে থাকা জলের মধ্যে দিয়ে যাতায়াত করছেন।
ভিডিওতে মেডিক্যাল কলেজের বাইরের দৃশ্য দেখা গিয়েছে। সেখানে জমেছে বৃষ্টির জল। হিমাচলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আইএমডি।
#WATCH | Himachal Pradesh: Rainwater enters Tanda Medical College in Tanda of Kangra Tehsil amidst heavy rain. pic.twitter.com/qDILW8dvpf
— ANI (@ANI) June 25, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us