/anm-bengali/media/media_files/e2aNbLfaeKQxEOTtHOKf.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: অবশেষে হিমাচল প্রদেশে থেমেছে বৃষ্টি। তবে রাজ্যের সব অংশে নয়। বেশ কিছু জায়গায় পরিস্থিতি ভয়াবহ হয়ে রয়েছে। হিমাচলের জেলা উনাতে বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কমেছে। উনার পুলিশ সুপার জানান, সোমবার উনায় বৃষ্টি থেমে গিয়েছে। জেলার কিছু জায়গা ধস নামার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। সেখানেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
এই জেলার বেশ কিছু জায়গায় যান চলাচল এরই মধ্যে স্বাভাবিক হয়ে গিয়েছে। প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দাদের জলাশয়ের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের সাহায্য করার জন্য কর্তব্যরত পুলিশ কর্মীদের সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে।
Rains have stopped in the district. Some roads are partially blocked, however, traffic is moving smoothly. Everyone is advised to not go near water bodies and to cooperate with the police personnel on duty:
— ANI (@ANI) July 10, 2023
Superintendent of Police, District Una, Himachal Pradesh pic.twitter.com/r1cotslTrd
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us