ATM সহ নদীতে ভেসে গেল বহু দোকান

ভারী বৃষ্টির (Heavy Rainfall) জেরে নাজেহাল অবস্থা হয়েছে হিমাচল প্রদেশের। এদিকে হিমাচল প্রদেশের মান্ডি ও কুল্লুতে ভারী বর্ষণের জেরে বিখ্যাত বিয়াস নদীর জল আচমকাই বৃদ্ধি পেয়েছে।

author-image
SWETA MITRA
New Update
atm.jpg

নিজস্ব সংবাদদাতাঃ লাগাতার বৃষ্টি হয়েই চলেছে হিমাচল প্রদেশে (Himachal Pradesh)। এদিকে মানালিতেবৃষ্টিঅব্যাহতরয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তীব্র গতিতে ভাইরাল হচ্ছে, যা দেখে সকলের মুখ হাঁ হয়ে গিয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়াস নদীতেকিছুদোকানএবংএকটিএটিএমভেসেগেলইতিমধ্যে রাজ্যের আবহাওয়ার কথা মাথায় রেখে প্রশাসনসতর্কতাজারিকরেছেমানালিকুলুরমধ্যেভূমিধসেরঘটনাঘটেছে