ট্রেন দুর্ঘটনাঃ কড়া বার্তা দুই কেন্দ্রীয় মন্ত্রীর

আজ রবিবার বালাসোরে রেল দুর্ঘটনায় (Train Accident) আহতদের দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ওড়িশার সোরো সরকারি হাসপাতালে পৌঁছান।

author-image
SWETA MITRA
New Update
ashwini dharmendra.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ রবিবার বালাসোরে রেল দুর্ঘটনায় (Train Accident) আহতদের দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রীঅশ্বিনীবৈষ্ণব (Ashwini Vaishnaw) এবংকেন্দ্রীয়মন্ত্রীধর্মেন্দ্রপ্রধানওড়িশারসোরোসরকারিহাসপাতালেপৌঁছান। আহতদের দেখে এসে নতুন করে রেল দুর্ঘটনা নিয়ে মন্তব্য করেন দুই কেন্দ্রীয় মন্ত্রী। দেন কড়া বার্তাও। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ‘আমরা সোরো হাসপাতালে রোগী এবং ডাক্তারদের সাথে দেখা করেছি। হায়দ্রাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, রাঁচি, কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে বিশেষ ট্রেন চালানো হচ্ছে, যাতে রোগীরা তাদের চিকিৎসার পরে তাদের বাড়িতে পৌঁছাতে পারে।‘ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) জানিয়েছেন, ‘এই দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।‘ দেখুন ভিডিও...