দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী, কিছু বলতে চাইলেন না অশ্বিনী বৈষ্ণব

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে ওড়িশার বালেশ্বরে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

author-image
Aniket
New Update
vc

নিজস্ব সংবাদদাতা: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ফলে কার্যত তালগোল পাকিয়ে রয়েছে গোটা বালেশ্বর। ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা। সারিসারি মৃতদেহ রাখা রয়েছে ঘটনাস্থলে। এদিক ওদিক পড়ে রয়েছে দেহ। বর্তমানে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। তিনি বলেছেন, "এটা একটা বড় মর্মান্তিক দুর্ঘটনা।

রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার উদ্ধার অভিযান পরিচালনা করছে। সম্ভাব্য সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। গতকাল ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে"। তবে দুর্ঘটনার কারণের বিষয়ে তদন্ত না করে কিছু বলা উচিত হবে না বলে জানিয়েছেন তিনি।