/anm-bengali/media/media_files/aTKFbzCJ7EqQWIvmLAN8.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবার এই দুর্ঘটনার ফলে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি তার সমস্ত জনসংযোগ অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন।
তিনি বলেছেন, "ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা খুবই হৃদয়বিদারক। শোকের এই মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি আজকে আমার সমস্ত জনসংযোগ অনুষ্ঠান স্থগিত করেছি। যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আজকের পরিকল্পনা করা অনুষ্ঠান"।
#BalasoreTrainAccident | The train accident in Balasore, Odisha is very heartbreaking. My condolences go out to the bereaved families in this hour of grief. I pray to God for speedy recovery of the injured. In view of this tragedy, I have postponed all my public programs today,… pic.twitter.com/ffXMdG4aPD
— ANI (@ANI) June 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us