রেল দুর্ঘটনা: সব বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী

ওড়িশায় হওয়া বড়সড় রেল দুর্ঘটনার ফলে দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। 

author-image
Aniket
New Update
bato

নিজস্ব সংবাদদাতা: ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দুর্ঘটনার ফলে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। করমণ্ডল এক্সপ্রেসের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৬১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবার এই দুর্ঘটনার ফলে শোক প্রকাশ করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি তার সমস্ত জনসংযোগ অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন।

Image

তিনি বলেছেন, "ওড়িশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা খুবই হৃদয়বিদারক। শোকের এই মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, আমি আজকে আমার সমস্ত জনসংযোগ অনুষ্ঠান স্থগিত করেছি। যার মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে আজকের পরিকল্পনা করা অনুষ্ঠান"।