New Update
/anm-bengali/media/media_files/DFGHqguxuEAt4yJMvqIP.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: জল বণ্টন ইস্যুতে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তামিলনাড়ু জুড়ে। দফায় দফায় বিভিন্ন ভাবে প্রতিবাদ দেখাচ্ছেন কৃষকরা। আর এবার স্তব্ধ হল রেল।
তামিলনাড়ুর থাঞ্জাভুরের কৃষকরা কাবেরী জল বণ্টন ইস্যুতে 'রেল রোকো' বিক্ষোভ করেন এদিন। ট্রেন দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ দেখান তারা। ফলে স্বভাবতই স্তব্ধ হয় রেল পরিষেবা।
#WATCH | Tamil Nadu: Farmers in Thanjavur hold 'Rail Roko' protest over Cauvery water sharing issue. pic.twitter.com/IIOQardBwm
— ANI (@ANI) September 26, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us