New Update
/anm-bengali/media/media_files/nV9CGNX5lCuimQrBSR7v.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট নিয়েও প্রত্যাশা অনেক ছিল। পূরণ হল কি?
বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ: দেশে উড়ান ক্ষেত্রেও ব্যাপক উন্নতি হয়েছে বলে জানা গেল। বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হয়ে ১৪৯-এ পৌছেছে। টিয়ার-২, টিয়ার-৩ শহরেও বিমানবন্দর তৈরি করা হয়েছে। ১ হাজার নতুন বিমান অর্ডার দেওয়া হয়েছে।
আরও উন্নত মেট্রো: মেট্রো যোগাযোগ ব্যবস্থাতেও বেশ কিছু উন্নতি হয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক বছরে আরও আধুনিকীকরণের পরিকল্পনা রয়েছে।
রেলওয়ের জন্য ৩টি ইকোনমিক করিডর: ৩টি ইকোনমিক করিডর তৈরি হবে। সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডর তৈরি হবে। বন্দর করিডর বানানো হবে। হাই ট্রাফিক করিডরও হবে। এর ফলে রেলযাত্রা আরও সহজ হবে।
/anm-bengali/media/post_attachments/e9e43c3cf4971aa2121cc3eaf73655cbb3a93ded82bbfcf89f0325d11d45f7ca.jpeg)
/anm-bengali/media/post_attachments/3f9fb8b34b51d5bccd3fbbb6ae4faf2dbad87808b6a489877560183c4b3f0c36.jpeg)
/anm-bengali/media/post_attachments/c740775305cd8427cff1d3e34c060ae7677615eec8245f2b16648ba975fa67cf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us