New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতা: ফের ভারতে লাইনচ্যুত হল রেল। আবার লাইনচ্যুত হল মালগাড়ি। ভোপাল থেকে ইটারসিগামী একটি পণ্যবাহী ট্রেনের তিনটি ওয়াগন মিসরোদ ও মান্দিদ্বীপ রেলওয়ে স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয়েছে। পুনরুদ্ধারের কাজ চলছে, দল ঘটনাস্থলে রয়েছে। ট্রেন চলাচল প্রভাবিত হয় না কারণ এটি একটি তিন-লাইন বিভাগ। রেলওয়ের PRO ভোপাল বিভাগ নাওয়াল আগরওয়াল এই বিষয়ে জানিয়েছেন। নতুন করে ফের রেল লাইনচ্যুত হওয়ায় ভয় বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us