রেল দুর্ঘটনা: শোক প্রকাশ ইতালির

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনা দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এবার ইতালির তরফে শোক প্রকাশ করা হয়েছে। 

author-image
Aniket
New Update
f

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রেল দুর্ঘটনার পর এক রাত কেটেছে। শোকস্তব্ধ সকালে এখনও উদ্ধার হচ্ছে মৃতদেহ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে। ভারতীয় এনডিআরএফ ও সেনাবাহিনীর দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এবার এই দুর্ঘটনার জেরে শোক প্রকাশ করেছে নয়া দিল্লিতে অবস্থিত ইতালির দূতাবাস।

Odisha train accident: Odisha train accident: Over 230 dead, 900 injured;  PM announces ex-gratia of Rs. 2 lakh to kin of deceased - The Economic  Times Video | ET Now

ইতালির দূতাবাসের তরফে বলা হয়েছে, "ভারতের জনগণ এবং ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা রইল"। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ৩ টি ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করমণ্ডল এক্সপ্রেস। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে হামসফর এক্সপ্রেস।